প্লে গ্রুপ হতে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসের সীমিত আসন সংখ্যায় ছাত্র-ছাত্রী ভর্তি নেয়া হবে। ভর্তির ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্ত্ চূড়ান্ত। অভিভাবকবৃন্দকে ভর্তির ব্যাপারে ভর্তি কমিটির সাথে বিস্তারিত আলোচনার মাধ্যমে সকল তথ্য জেনে ভর্তি নিশ্চিত করতে অনুরোধ জানানো যাচ্ছে। ক্লাস শুরু হওয়ার পর ছাত্র-ছাত্রীদের স্কুল অফিস হতে স্কুল নির্ধারিত মনোগ্রাম যুক্ত খাতা, নোটবুক, টাই আইডি কার্ড সংগ্রহ করতে হবে। বছরের শুরুতে প্রথবার টাই ও আইডি কার্ড বিনামূল্যে বিতরণ করা হবে। পরবতীতে নির্ধারিত মূল্যের বিনিময়ে স্কুল অফিস হতে সংগ্রহ করা যাবে।
| ভর্তির বয়স | |
| প্রে গ্রুপ | 3+বা 4 |
| নার্সারি | 4+ |
| কেজি | 5 |
| প্রথম শ্রেণি | 5+ |
| দ্বিতীয় শ্রেণি | 6+ |
| তৃতীয় শ্রেণি | 7+ |
| চতুর্থ শ্রেণি | 8+ |
| পঞ্চম শ্রেণি | 9+ |
| ষষ্ঠ শ্রেণি | 10+ |
| সপ্তম শ্রেণি | 11+ |
| অষ্টম শ্রেণি | 12+ |
| নবম শ্রেণি | 13+ |
| শিক্ষা পদ্ধতি | |
| প্রি-প্রাইমারি | প্লে –কেজি |
| প্রাইমারি | প্রথম –পঞ্চম |
| নিম্নমাধ্যমিক | ষষ্ঠ – অষ্টম |
| মাধ্যমিক | নবম – দশম |
* সহশিক্ষা ব্যবস্থা প্রচলিত কিন্তু প্রয়োজন অনুসারে তৃতীয় হতে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র ও ছাত্রী পৃথক সেকশনে অধ্যয়ন করানো হয়।
