- শ্রেণির পড়াশোনা শ্রেণিকক্ষেই সম্পন্ন করা হয়।
- শিক্ষার্থীরা যাতে পূর্ণ মেধা অর্জন করতে পারে সেই লক্ষ্যে অভিভাবকগণকে শিক্ষার্থীদের কার্যক্রম সম্পর্কে অবগত ও সংযুক্ত করা হয়ে থাকে।
- বিষয় ভিত্তিক লেকচার সীট, লেসন প্ল্যান, হ্যান্ডনোট ফিগার সাজেশন ও সমাধন প্রদান করা হয়।
- সকল শ্রেণিতে কম্পিউটারাইজড ক্লাস সিট প্রদান করা হয়।
- সরকারি স্কুলে ৩য় শ্রেণি ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার লক্ষ্যে সৃনির্দিষ্ট পাঠ প্ল্যানিং এর মাধ্যমে প্লে হতে ২য় শ্রেণির শিক্ষার্থীদের অত্যন্ত দক্ষ হিসেবে গড়ে তোলা হয়।
- শিশুর সুষ্ঠু মেধাবিকাশে প্লে গ্রুপে মাতৃস্নেহে খেলার ছলে পাঠাদান করা হয়।
- শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের গ্রুপে বিভক্ত করে আনন্দঘন পরিবেশের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। এর ফলে প্রত্যেক শিক্ষার্থীই তার সর্বোচ্চটা অর্জন করতে সক্ষম হয়।
- সৃষ্টিশীলতা ও কলাশিল্প উন্নয়নকল্পে বিজ্ঞানমেলা, শিক্ষাসফর, জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ, প্রত্যেক শিক্ষার্থীর জন্মদিন, বার্ষিক বনভোজন, বার্ষিক ফলাফল ঘোষণা, নানা ধরনের প্রতিযোগিতা যেমন সাংস্কৃতিক, বিতর্ক , রচনা, হাতের লেখা, খেলাধুলা ও বিভিন্ন ধরনের কো-কারিকুলার কার্যক্রম আয়োজন করা হয়।
দূর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সিলিং এর মাধ্যমে পড়াশুনায় উদ্বুদ্ধ করা হয়। - নিয়মিত সাপ্তাহিক Class Test ও মাসিক টিউটোরিয়াল নেয়া হয়।
- মাল্টিমিডিয়া প্রযেক্টরের মাধ্যমে আকর্ষণীয়ভাবে ক্লাস গ্রহণ করা হয়।
- দক্ষ ও ক্ল্যাসিক্যাল প্রশিক্ষক দ্বারা আর্ট ক্লাস গ্রহণ করা হয়।
অন্যান্য বৈশিষ্ট্য
- সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ক্লাস রুম ।
- যাতায়াতের সুবিধার জন্য নিজস্ব পরিবহণের সুব্যবস্থা ।
- সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে নিজস্ব IPS ও একই সাথে জেনারেটরের সুব্যবস্থা ।
- নিরাপদ পানি, পুষ্টি সেবা ও প্রাথমিক চিকিৎসার প্রতি সচেতনতা অবলম্বন করা হয়।
- সময়োপযোগী ও জাতীয় পাঠ্যক্রমের ভিত্তিতে শিশুরেদ দক্ষতা ও মেধার বিকাশ ঘটানো হয়।
