বই খুলে দেয় মনের জানালা, বাড়িয়ে দেয় কল্পনাশক্তি। মানুষের মুক্তচিন্তা বিকাশের পরিবেশ সৃষ্টি করে বই সৃষ্টিশীল লেখনি মনুষ্য সুকুমার বৃত্তিগুলোকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলে। আর তাই পাঠক সমাজের প্রয়োজন ভালো বই ভালো বইয়ের জন্য মার্জিত ও রুচিশীল লেখক আবশ্যক। কোমলমতি ছাত্র-ছাত্রীদের চিন্তা-চেতনা, মেধা-মনন আর সৃষ্টিশীলতা বিকাশের জন্য অন্যতম একটি লেখনির মাধ্যমে ম্যাগাজিন। একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতার বিকাশ ঘটলেই কচি মনের ভাবনাগুলো সুযোগ পায় তাদের মতো করে প্রস্ফুটিত হওয়ার, অর্জিত হয় প্রকৃত শিক্ষা। আর এভাবেই হাতে খড়ি হয় ভবিষ্যতের আলোকিত মানুষের ।
ইস্ট ওয়েস্ট স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর স্কুল পর্যায়ের শিশু, কঁচি-কাচা ও নবীন শিক্ষার্থীদের লেখনি তুলে ধরার জন্য নিয়মিতভাবে স্কুল ম্যাগাজিন ‘অঙ্কুর’ প্রকাশ করে যাচ্ছে। এই অঙ্কুর এর শাব্দিক অর্থ সূচনা বা্ উন্মেষ। আশা করি, রাজশাহী ক্ষুদে লিখিয়েরা তাদের বর্ণিত স্বপ্নগুলো, সোনালী মেঘের ডানায় ভর করা কল্পনাগুলো ম্যাগাজিন ‘অঙ্কুরের’ মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটিয়ে তাদের অনাগত দিনগুলোর সাহিত্য চর্চার প্রয়োজনীয় রসদ সংগ্রহের সুযোগ পাবে।
গুরুত্বের দিক থেকেও ‘অঙ্কুর’ শব্দটি বেশ তাৎপর্যপূর্ণ। উদ্ভিদ জগৎ অঙ্কুরায়নের মা্ধ্যমে প্রজন্ম বেঁচে থেকে জীব সম্প্রদায় তথা মানবকুলের জীবন ধারণে অত্যাবশ্যকীয় অক্সিজেন সরবরাহরে এক নিরবিচ্ছিন্ন গুরু দায়িত্ব বহন করে চলেছে। ঠিক তেমনিভাবেই অঙ্কুর রাজশাহীর নবীন স্কুল লেখকদের লালন করবে, তাদের শুদ্ধ হতে শুদ্ধতর লেখার উৎসাহ যোগাবে বলে বিশ্বাস করি।
স্কুল ম্যাগাজিন অঙ্কুর এর সকল কলাকুশলীকে ধন্যবাদ, সেইসাথে রইল অনেক অনেক শুভকামনা। রাজশাহী শিশু-কিশোর ও নবীন স্কুল লিখিয়েদেরে ছাপার জন্য বেশি বেশি লেখা পাঠানোর আহ্বান রইল। স্কুল ওয়েবসাইট www.escrajrajbd.com হতে ম্যাগাজিন ছাপার উপলক্ষ, লেখা জমাদানের সময়সূচি ও লেখার বিষয়বস্তু সম্পর্কে জানা যাবে। লেখা নির্ধারিত সমযের মধ্যে E-mail: ewscraj@gmail.com এ মেইল করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যেপ্রাপ্ত লেখাগুলো হতে মনোনীত লেখা ছাপা হবে অঙ্কুরে এবং যথাসময়ে অঙ্কুরের একটি ছাপা কপি পৌছে যাবে লেখকের হাতে। সেরা লেখকদের পুরস্কার প্রদান করা হবে। লেখা ছাপা না হলে নিরাশ হওয়া চলবে না্, বরং আরো ভালো লেখনিতে মনোনিবেশ করতে হবে।
সৃষ্টিসুখের উল্লাসে আরও বর্ণিল হোক ভবিষ্যত অঙ্কুরের পাতাগুলো। নান্দনিক ও রুচিশীল লেখনীর অমীয়ধারায় শিশু হয়ে ‘অঙ্কুর’ তার প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখুক।
অঙ্কুর প্রকাশনা কমিটি
ইস্ট ওয়েস্ট স্কুল অ্যান্ড কলেজ
রাজশাহী
