ভর্তির নিয়ম

করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত জানতে ও আবেদন করতে নিম্নের পেজ দেখুন:
এখানে online এ আবেদন করুন

ভর্তির সাধারণ নিয়মাবলী:

  • প্রথমেই বিদ্যালয় অফিস হতে ২০০ টাকা মূল্যে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে।
  • ফরম সংগ্রহ ও সঠিকভাবে পূরণের পর ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
  • ভর্তির জন্য অবশ্যই মৌখিক/লিখিত পরীক্ষা দিতে হবে।
  • ভর্তির জন্য মনোনীত হলে অভিভাবকবৃন্দকে ভর্তি ও সেশন ফি পরিশোধের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।
  • ভর্তির সময় এক কপি স্ট্যাম্প সাইজ ও ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে।

লক্ষনীয় (অভিভাবকবৃন্দের জ্ঞাতব্য)

  • ভর্তির ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত ।
  • ভর্তির সময় পিতা-মাতা, অবর্তমানে স্থানীয় অভিভাবকের উপস্থিতি আবশ্যক।
  • ভর্তি ফরমে পিতা-মাতা, অভিভাবকের সম্মতিসূচক স্বাক্ষর অবশ্যই থাকতে হবে।
  • প্রতিমাসের মাসিক ফি সে মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করা বাধ্যতামূলক।
  • ছুটির পূর্বে স্কুল পরিত্যাগ করতে হলে স্কুল কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে। আগমন ও নির্গমনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করত কর্তৃপক্ষকে যথাযথ সহায়তা করতে হবে।
  • অভিভাবক দিবস, ফলাফল ঘোঘণা ইত্যাদি সম্বন্ধে শিক্ষার্থীর মা্ধ্যমে অফিস থেকে কোন প্রকার চিঠি বা নোটিশ করলে যথাসময়ে আবশ্যই অভিভাবক উপস্থিত থেকে সহযোগিতা করতে হবে।