
মনোগ্রামটি একটি প্রতীকধর্মী নকশা। মনোগ্রামের কেন্দ্রবিন্দুতে আছে একটি উম্মুক্ত বই এবং এর পাতায় জ্ঞান অর্জনের প্রতীকি রূপ কলমের স্পর্শ রয়েছে যা প্রভাতের উদীয়মান সুর্যের রক্তিম আলোয় উদ্ভাসিত। কমলা রঙ্গের গোলাকার বৃত্তটি কৈশরের আবেগ-উচ্ছ্বাস এর প্রতীক যা একটি গাঢ় নীল রঙের অষ্টভুজ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিবেষ্টিত। অষ্টভুজের আট বাহু যথাক্রমে জ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, তারুণ্য, সততা, শান্তি, শৃঙ্খলা ও একতার প্রতীক। অষ্টভুজের বা্রের নীল গোলাকার বৃত্তটি আকাশের রং যা উদারতা ও বিশ্বায়নের প্রতীক। মনোগ্রাম সংযুক্ত নামের উভয় পাশে একটি করে তারকা রয়েছে, যা ইস্ট ওয়েস্ট স্কুল অ্যান্ড কলেজের সঠিক দিক নির্দেশনা ও আদর্শের প্রতীক।
