একুশের গান
মেহজাবিন আহমেদ
একুশ আমার মায়ের ভাষা
একুশ মোদের গর্ব
একুশ আমার মুখের ভাষা
করবো না এর মান খর্ব।
একুশ হলো ভাষার মাস
রক্ত দিয়ে পাওয়া,
বাংলা ভাষাতে বলছি কথা
নেই কোন আর চাওয়া।
পহেলা বৈশাখ
মো: আলিফ হোসেন ( অভিভাবক )
পহেলা বৈশাখ! পহেলা বৈশাখ
আজ পরেছো একি পোশাক।
নববর্ষের গান কই ?
পান্তা ইলিশ পাই কই ?
খ্রীষ্টাব্দ জাল ফেলেছে
জগৎ জুড়ে খৃষ্টাব্দে দাপট
বাংলা ভাষা যে দিনে দিনে চম্পট ।
Happy New Year এখন বলি
বদে গেছে মুখে বুলি।
মাছ -ভাত মোদের প্রিয়
বাংলা ভাষাও তেমন প্রিয়।
মুখে মুখে বাংলা কবো।
পুরোপুরি বাঙ্গালি হবো।
আমার বাংলাদেশ
শাকিলা পারভীন, বাংলা
যতক্ষণ স্বপ্ন দেখতে পারি
যতক্ষণ ভাবতে পারি
যতক্ষণ আমার স্মৃতি আছে
বাংলাদেশকে ভালোবাসব
যতক্ষণ আমার চোখ আছে দেখার
কান আছে শোনার
ঠোঁট আছে বলার
বাংলাদেশকে ভালোবাসব।।
কেননা সারা পৃথিবীর সবকিছুর চেয়ে
আমি বাংলাদেশকে ভালোবাসি।
পহেলা বৈশাখ
মো: আলিফ হোসেন ( অভিভাবক )
পহেলা বৈশাখ! পহেলা বৈশাখ
আজ পরেছো একি পোশাক।
নববর্ষের গান কই ?
পান্তা ইলিশ পাই কই ?
খ্রীষ্টাব্দ জাল ফেলেছে
জগৎ জুড়ে খৃষ্টাব্দে দাপট
বাংলা ভাষা যে দিনে দিনে চম্পট ।
Happy New Year এখন বলি
বদে গেছে মুখে বুলি।
মাছ -ভাত মোদের প্রিয়
বাংলা ভাষাও তেমন প্রিয়।
মুখে মুখে বাংলা কবো।
পুরোপুরি বাঙ্গালি হবো।
পহেলা বৈশাখ
মো: আলিফ হোসেন ( অভিভাবক )
পহেলা বৈশাখ! পহেলা বৈশাখ
আজ পরেছো একি পোশাক।
নববর্ষের গান কই ?
পান্তা ইলিশ পাই কই ?
খ্রীষ্টাব্দ জাল ফেলেছে
জগৎ জুড়ে খৃষ্টাব্দে দাপট
বাংলা ভাষা যে দিনে দিনে চম্পট ।
Happy New Year এখন বলি
বদে গেছে মুখে বুলি।
মাছ -ভাত মোদের প্রিয়
বাংলা ভাষাও তেমন প্রিয়।
মুখে মুখে বাংলা কবো।
পুরোপুরি বাঙ্গালি হবো।
পহেলা বৈশাখ
মো: আলিফ হোসেন ( অভিভাবক )
পহেলা বৈশাখ! পহেলা বৈশাখ
আজ পরেছো একি পোশাক।
নববর্ষের গান কই ?
পান্তা ইলিশ পাই কই ?
খ্রীষ্টাব্দ জাল ফেলেছে
জগৎ জুড়ে খৃষ্টাব্দে দাপট
বাংলা ভাষা যে দিনে দিনে চম্পট ।
Happy New Year এখন বলি
বদে গেছে মুখে বুলি।
মাছ -ভাত মোদের প্রিয়
বাংলা ভাষাও তেমন প্রিয়।
মুখে মুখে বাংলা কবো।
পুরোপুরি বাঙ্গালি হবো।
