আমাদের বিদ্যালয় যেনো পরিবার
জ্ঞানের ফুল নিয়ে মালা গাঁথা হয়।
বিজ্ঞান, প্রযুক্তি, ধর্মের জ্ঞান
পাবে খুঁজে সারা পৃথিবীর পরিচয়।
একদিন তুমিও হবে নজরুল;
কিংবা হবে শিল্পী জয়নুল।
ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার
একদিন হবে তাদেরই তুল।
ইস্ট ওয়েস্ট স্কুল অ্যান্ড কলেজে এসে
দেশটাকে গড়ি চল হাতে হাত রেখে।
