রাজশাহী স্বনামধন্য ইস্ট ওয়েস্ট স্কুল অ্যান্ড কলেজে সম্মানিত অভিভাবকবৃন্দকে স্বাগত জানাই মহাননগরীর আধুনিক, যুগোপযোগী জ্ঞাননির্ভর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র স্কুল ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। একদল অভিজ্ঞ, দক্ষ, আধুনিক, কর্মঠ শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা এবং পরিচালনা পর্ষদের সঠিক ও যুগোপযোগী দিক নির্দেশনায় অত্র স্কুল পরিচালিত হয়। এখানে সাধারণ একাডেমিক শিক্ষার পাশাপাশি কো- কারিকুলাম হিসেবে সঙ্গীত, চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি বিষয়ে গুরুত্বসহকারে শিক্ষা দেয়া হয়। ক্ষুদে শিক্ষার্থীর নিয়মিত দেয়াল পত্রিকা লেখনিতে অংশগ্রহণ করে। শুরু থেকেই জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে তাদের আবেগ, উচ্ছ্বাস, স্বপ্ন ও কল্পনাগুলো স্কুল ম্যাগাজিন এর মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটানো হয়, যা ক্রমান্বযে তাদের চিন্তা চেতনাকে সমৃদ্ধ করে তুলবে এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন বলিষ্ঠ নেতৃত্বদানে সক্ষম সুনাগরিক হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ।
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, ২০১৯ শিক্ষাবর্ষে স্কুলটি প্রাথমিক পর্যায় পেরিয়ে মাধ্যমিক স্তরে পাঠাদানের লক্ষ্যে নবম শ্রেণি পযর্ন্ত ক্লাস চালু করছে। শিক্ষার্থীর বিষয়ভিত্তিক সৃজনশীল দক্ষতা বাড়াতে, তাদের সৃজনশীলতার যথাযথ বহিঃপ্রকাশ ঘটাতে নিরলস পরিশ্রম করে চলেছে এই বিদ্যাপীঠের একঝাঁক অভিজ্ঞ, দক্ষ, আন্তরিক, কর্মঠ ও সৃজনশীল শিক্ষকমন্ডলী। অত্র স্কুল শিক্ষার্থীদের সঠিক মেধা বিকাশে, তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনাকে বিকাশিত করতে যুগোপযোগী গুরুদায়িত্ব পালন করবে।
আশা করি সহযাত্রী হিসেবে আপনি সহ আপনার প্রিয় সন্তানকে আমাদের পাশে পাবো ইনশাআল্লাহ।
